মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩
আমগো দ্যাশের জাতীয় গাছ হইলো আম। কিন্তু
মাইনষে পছন্দ করে বট গাছের ছায়া!
আবার জাতীয় ফল হইলো কাডল তয় সবচে’
প্রচলিত ফল হইলো কলা ; ১২ মাস মাইনষের
ঘরে ঘরে পাওন যায়, ঠিক গৃহপালিত পশুর
লাহান!
জাতীয় পশু বানানো হইসে বাঘ, আর মাইনষে পালে গরু। ঠিক যেমন, আমগো কৃষি নির্ভর দ্যাশে ঘুষ নির্ভর অর্থনীতি!
জাতীয় কবি নজরুল, তয় জাতীয় সঙ্গীতের
রচয়িতা রবিন্দ্রনাথ!
জাতীয় ফুল শাপলা, তয় মাইনষে টেকা দিয়া কিনে পেলাষ্টিকের গুলাপ !
জাতীয় খেলা কাবাডী, আর আমরা সবচে’
ভালা খেলি ক্রিকেট!
জাতীয় পাখি দোয়েল, তয় হগ্গলে পছন্দ করে মুরগী !
সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি, তয়
দেশ চালায় প্রাধানমন্ত্রী!
পাট মোদের সোনালী আঁশ, তার চেয়েও
আমগো সমাজে বহুল প্রচলিত হইলো ''বাঁশ''..!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন